বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:২৬ অপরাহ্ন
এম হামিদুর রহমান লিমন, রংপুর ব্যুরো প্রধানঃ
আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে রংপুরে বাচকার আয়োজনে শোভা যাত্রা প্রদক্ষিণ হয়।
শুক্রবার সকালে রংপুর সিটি কর্পোরেশন সংলগ্ন টাউন হল চত্বর থেকে উপস্থিত সদস্যদের নিয়ে একটি বর্নাঢ্য শোভা যাত্রা শহর প্রদক্ষীণ করে।
বাচকার রংপুর জেলার আহবায়ক নূরুল ইসলাম মোল্লা এর নেতৃত্বে টাউন হলের শহিদ মিনার রংপুর থেকে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাচকা ও জেরিয়াট্রিক অয়েলফিয়ার ফাউন্ডেশন রংপুর শাখা এই বর্নাঢ্য শোভা যাত্রা মাধ্যমে এই দিনটি উৎযাপন করা হয় ।
উপস্থিত ছিলেন বাচকার সদস্য বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের সভাপতি জয়িতা নাসরিন নাজ, বাচকার সদস্য স্বপন কুমার পাল, নাজনিন আখতার মৌ, রুপু মজুমদার ,তরুন অধিকার, বিজন, দিপক কুমার পাল, কবির, মকছেদ, সুফিয়া খাতুন, হাসান রাব্বি, বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আমাদের দেশ সহ পৃথিবীতে প্রবীণ মানুষের সংখ্যা দিনদিন বেড়েই চলছে, তাদের মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত তাদের প্রতি ভালোবাসার ও সম্মান রক্ষার্থেই আন্তর্জাতিক ভাবে এই দিবসটি পালন করা হয়। আসুন সকলে প্রবীণদের প্রতি মনোযোগী ও সর্তক হই।
Leave a Reply